হেফাজতের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ১২ মামলা

রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় রবিবারের সংঘর্ষের ঘটনায় পুলিশ এবং ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে ১২টি মামলা দায়ের করেছেন। সোমবার রাতের বিভিন্ন সময়ে এসব মামলা নথিভুক্ত করা হয়।
পল্টন ও মতিঝিল থানার ওসি এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ ও সম্পদ নষ্টসহ বিভিন্ন অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ৫টি এবং ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে ৭টি মামলা করেন।
সোমবার রাতে আটক হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীসহ ৩৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
রাত ১২টার দিকে রাজধানীর পল্টন মডেল থানায় রাজধানীর কামরাঙ্গীচরের খলিফা ঘাট রনি মার্কেট এলাকার বাসিন্দা ও রবিবারের সংঘর্ষে নিহত নাহিদের ভগ্নিপতি রেজাউল করিমের মামা বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন।
পল্টন মডেল থানার ওসি মোঃ সরোয়ার জানান, নিহত নাহিদের মামা বাদী করা এ হত্যার মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা মঈনুদ্দীন রুহী, ফরিদুল্লাহসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে। রবিবার ও সোমবারের সৃষ্ট ঘটনায় ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও সম্পদ নষ্ট করার অভিযোগ আরো ৮টি মামলা হয়েছে বলে জানান তিনি।
মতিঝিল থানার ওসি জানান, পুলিশ ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে ৩টি মামলা দায়ের করেছে। মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে।
এদিকে সোমবার বিকালে রমনা মডেল থানায় রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত পুলিশের এডিসির (সরবরাহ) একটি গাড়িতে রবিবার অগ্নিসংযোগের ঘটনায় ওই গাড়ির চালক বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করেন বলে জানিয়েছেন রমনা থানার ওসি শাহ আলম।
অন্যদিকে সোমবার বিকালে রামপুরা থানায় রবিবার মালিবাগ রেলগেট এলাকায় বিআরটিসির কয়েকটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় বিআরটিসির কমলাপুর ডিপোর ম্যানেজার অজ্ঞাতদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানিয়েছেন রামপুরা থানার ওসি দেলোওয়ার হোসেন খান।
উল্লেখ্য, ১৩ দফা দাবি নিয়ে রবিবার ঢাকা অবরোধ ও মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশ শেষে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।