সুবর্ণ এক্সপ্রেসের ৫ বগিতে আগুন
প্রকাশিত হয়েছে : ৭ মে, ২০১৩ ৫:৩৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৪১ বার পঠিত

চট্টগ্রাম রেলস্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে ৫টি বগি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকার উদ্দেশে যাত্রার অপেক্ষায় থাকা সুবর্ণ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের ৫টি বগি পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে জিআরপি পুলিশ।