সাভারে লাশের সংখ্যা ৭১১

সাভারে ভবন ধসের ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত আরো ২১ টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকৃত লাশের সংখ্যা দাঁড়িয়েছে ৭১১তে। লাশ ফেরত ও গার্মেন্টস শ্রমিকদের বেতনের দাবিতে সকালে শত শত শ্রমিক ধসে যাওয়া রানা প্লাজার সামনের রাস্তা দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে।
জেলা প্রশাসক বিকালে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিয়ে। বিকালে তাদের বেতন পরিশোধ করার কথা।
সাভার মডেল থানার পরিদর্শক আমিনুর রহমান বলেন, অবরোধের কারণে সকাল সোয়া ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
অবরোধ চলাকালে রানা প্লজার ক্ষতিগ্রস্ত ১৪৫ জন দোকান মালিক মানববন্ধন করেছেন। ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।
এছাড়া বেলা ১২টার দিকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে বৃষ্টির মধ্যেই ধ্বংসস্তূপের সামনে কিছুক্ষণ মানববন্ধন করে।
এদিকে উদ্ধার হওয়া লাশের মধ্যে ইতোমধ্যেই ৫৪৬টি লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ৪৭টি এবং অধর চন্দ্র স্কুল মাঠে ৩৬টি লাশ সনাক্তের জন্য রাখা হয়েছে। লাশগুলো সনাক্ত করা হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর যে লাশগুলো সনাক্ত করা যাবে না তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।