হেফাজতের ৪০ কর্মী ২ দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ৭ মে, ২০১৩ ১১:১০ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৬৬ বার পঠিত

গত ৫ মে’র ঘটনায় গ্রেফতারকৃত ৪০ হেফাজত কর্মীর বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম মো. ঈসমাইল হোসেনের আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
এর আগে ৫৪ ফৌজদারি কার্যবিধিতে রমনা থানায় গ্রেফতারকৃত ২০ হেফাজত কর্মীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মো. হানিফ।
অপরদিকে তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মুক্তার হোসেন শাহবাগ থানায় গ্রেফতারকৃত ২০ হেফাজত কর্মীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।