সিলেটে শান্তিপুর্ণ হরতাল চলছে
প্রকাশিত হয়েছে : ৮ মে, ২০১৩ ৪:৩১ পূর্বাহ্ণ | সংবাদটি ৪১৭ বার পঠিত
স্টাফ রিপোর্ট : হেফাজতে ইসলামের কর্মীদের ওপর পুলিশের হামলা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে ১৮ দলীয় জোটের হরতাল সিলেটে শান্তিপুর্ণভাবে শুরু হয়েছে। হরতালে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
সকাল ৮ টায় জিন্দাবাজারে হরতালের সমর্থনে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তবে সকাল সাড়ে ৮ টা পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।
সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছেনা। সিলেট থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোন বাস। তবে ট্রেণ চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালে নাশকতা এড়াতে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছে বিজিবি ও র্যাবের টহল। বন্ধ রয়েছে দোকানপাট।