নির্বাচনী সমাবেশে পড়ে গিয়ে আহত ইমরান

ডেস্ক রিপোর্ট : লাহোরে একটি নির্বাচনী প্রচারাভিযানের মঞ্চে ওঠার লিফট থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।
টিভি ফুটেজে দেখা গেছে, পার্টির তিন থেকে চারজন কর্মীসহ ইমরান একটি পিকাপ ভ্যানের ওপরে পড়ে যান।রক্তাক্ত ইমরান খানকে ধরাধরি করে নগরীর লিবার্টি হাসপাতালে নিয়ে যায় তার সমর্থকরা।
তিনি মাথায় এবং পিঠে আঘাত পেয়েছেন বলে জানিয়েছে হাসপাতালের কয়েকটি সূত্র।
প্রাথমিক চিকিৎসার পর ইমরানকে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে নেয়া হয়। তার মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঞ্চে ওঠার লিফ্ট থেকে অসাবধানতাবশত ইমরান পড়ে যান বলে জানায় পিটিআই।
পিটিআই’র মুখপাত্র বলেন, “ইমরান একটি লিফ্টার থেকে পড়ে গেছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।“
লিফ্টটি ১৫ ফুট উঁচু মঞ্চের কাছাকাছি চলে যাওয়ামাত্র তা থেকে পড়ে যান ইমরান।তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন পার্টির মুখপাত্র শাফকাত মাহমুদ।
ক্যান্সার হাসপাতালের ডাক্তার ফয়সাল সুলতান সাংবাদিকদের বলেন, “মাথায় আঘাত পেলেও ইমরানের অবস্থা স্থিতিশীল।তিনি কথা বলছেন এবং লোকজনকে চিনতে পারছেন। আমরা তার আরো পরীক্ষা-নিরীক্ষা করব।”
পাকিস্তানে ১১ মে’র নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ প্রার্থী হিসাবেই দেখা হচ্ছে ইমরানকে।তিনি নিজেও আসন্ন নির্বাচনে তার দল ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে দাবি করেছেন।
দেশব্যাপী তার দলের জনপ্রিয়তা দ্রুতই বাড়ছে এবং জনগণের বিপুল ভোটে তার দল বিজয়ী হওয়ার মতো শক্তিশালী অবস্থানে রয়েছে বলেই দাবি করে আসছেন ইমরান।
ইমরানের আহত হওয়ার খবর পেয়ে শওকত খানম হাসপাতালের বাইরে জড়ো হয়েছে তার অগণিত সমর্থক ও শুভাকাঙ্খী।‘ইমরান খান দীর্ঘজীবী হোন’ স্লোগান দিচ্ছে তারা।