বাংলা ভিশনের মোস্তফা ফিরোজ দীপু ফ্রান্সে আগমন উপলক্ষ্যে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি : ফ্রান্সে বসবাসরত সংবাদকর্মীদের উদ্যোগে প্রবাসীদের অংশগ্রহনে বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ দীপুর ফ্রান্সে আগমন উপলক্ষ্যে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের আহবায়ক এম এ হাশেম এর সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য নুরুল ওয়াহিদ এর পরিচালনায় প্যারিসের গার দু নর্দ এ উক্ত অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলা ভিশন এর ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহাম্মেদ দ্বীপ এবং প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক খান বাবু রোমেল।বাংলাভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ দিপু ফ্রান্স প্রতিনিধি হিসাবে ফয়সাল আহাম্মেদ দ্বীপকে প্রেস কার্ড তুলে দিয়ে অফিসিয়াল ভাবে দায়িত্ব বুঝিয়ে দেন।এরপর বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব শরীফ আল মুমিন, এম এ তাহের, রানা চৌধুরী,শুভ্রত ভট্টাচার্য্য, কাজী মনির আহাম্মেদ শাহিন, নয়ন মামুন, আব্দুল হালিম, জুনেত আহমেদ এবং অন্যান্যরা।অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মোস্তফা ফিরোজ দীপু বলেন প্রবাসে সংবাদ কর্মীরা কাজের ফাঁকে কষ্ট করে দেশে এবং বিদেশে কমিউনিটির সংবাদ প্রচার করে কমিউনিটি উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করে যাচ্ছে এজন্য তারা প্রশংসার দাবীদার। তিনি ফ্রান্সে অবস্থানরত গনমাধ্যম কর্মীদের এবং প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।