মিলান বিএনপির কমিটি গঠন: সভাপতি এমদাদ, সম্পাদক মনির

নাজমুল হোসেন, মিলেন থেকে : ইতালির মিলান বিএনপির কমিটি গঠন করা হয়েছে | বিএনপির নেতৃবৃন্দরা সভায় সম্মতিক্রমে কমিটি গঠনের জন্য ২৫ জন কাউন্সিলর নির্ধারণ করেন | কাউন্সিলার বৃন্দ দলীয় নেতা কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে কাউন্সিলের মাধ্যমে মো এমদাদ হোসেন কে সভাপতি,হোসাইন মোহাম্মদ মনির কে সাধারণ সম্পাদক ও হারুন উর রশিদ কে সাংঘটনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় | সভায় আগামী ১৫ দিনের মধ্যে মিলান বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্টান করে কমিটি প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয় |
কমিটি গঠনের কাউন্সিলার প্রধান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,দলীয় সভাপতির পদ সহ মিলান বিএনপির কমিটি গঠনের জন্য অনেক দিন থেকে দলীয় নেতৃবৃন্দর সাথে আলোচনা চলছিল | এছাড়া বর্তমান বাকশালী সরকারের একনায়কতান্ত্রিক দেশ পরিচালনা ও বিএনপির নেতা কর্মীদের হামলা মামলা সহ দলকে নিশ্চিন্ন করার যে পায়তারা করছে তার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে | বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহিদ জিয়ার আদর্শের সৈনিক মিলান যারা প্রবাসে আছেন সবাইকে দলগত ভাবে কাজ করতে,মিলান বিএনপির সাংঘটনিক শক্তি বৃদ্ধি করতে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় | কমিটি গঠনে যারা ছিলেন মিলান বিএনপি নেতা শাহীন আহমেদ,খান রুখন উদ্দিন আহমেদ,আব্দুল মান্নান,হুমায়ুন আহমেদ,দেওয়ান রফিকুল ইসলাম,আবুল কালাম,আছাদুজ্জামান রিপন,সিদ্দিক মুল্লা,আফসার উদ্দিন,কাজী রুবেল ও মিন্টু তালুকদার |
বিএনপির নবগঠিত সভাপতি এমদাদ হোসেন বলেন,মিলান বিএনপির পরিচালনার দায়িত্ব দেয়ায় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান | শহিদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করতে আমাদের সকল কে দলীয় স্বার্থে কাজ করতে হবে | তিনি কাউন্সিলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন |
বিএনপির সাধারণ সম্পাদক হুসাইন মনির বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সকল সৈনিক কে ও কাউন্সিলারদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন পুনরায় সম্পাদক নির্বাচিত করায় | তিনি সহিদ জিয়া ও খালেদা জিয়ার সংঘটন,আগামীতে বিএনপির কান্ডারী তারেক রহমানের আদর্শকে দলীয় কর্মকান্ডে আরো গতিশীল করার লক্ষে মিলান বিএনপির সকল নেতা কর্মীদের এক সাথে কাজ করার অঙ্গিকার করেন | জমজমাট অভিষেক অনুষ্টানের মাধ্যমে মিলান বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার আশাবাদ ব্যক্ত করেন |