নবীগঞ্জে সাংবাদিক আলীম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের দৈনিক দিনকাল প্রতিনিধি সাংবাদিক কামরুল হাসান আলীম হত্যাকান্ডের মামলায় ৫জনকে যাবতজীবন সাজা দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক। গতকাল মঙ্গলবার চাঞ্চল্যকর এ মামলার ঘোষনা করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ পৌর এলাকার চরগাওঁ গ্রামের আব্দুল হান্নান চৌধুরী, তার স্ত্রী পিয়ারা বেগম, তিন ছেলে মকদ্দুছ চৌধুরী,শাহ আলম চৌধুরী ও আজাদ চৌধুরী।
জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার চরগাওঁ গ্রামের জানু মিয়ার চৌধুরী ছেলে দৈনিক দিনকালের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কামরুল হাসান আলীমকে পূর্ব বিরোধের জের ধরে উল্লেখিত আসামীরা ২০০৬ইং সালে ৭ই নভেম্বও ভোরে অতর্কিত ভাবে হামলা করে গুরুতর আহত করে মৃত ভেবে আসামীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার কওে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। একদিন মৃত্যুও সাথে পাঞ্জা লড়ে ৮ ই নভেম্বর সাংবাদিক আলীম মৃত্যুও কোলে ঢলে পড়ে। ৯ই নভেম্বর তার স্ত্রী সাফিয়া বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় এশটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে আসামীদেও বিরুদ্ধে বিঞ্জ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ এর বিজ্ঞ বিচারক নিজামুল হক দীর্ঘ শুনানী শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় দন্ডবিধি ৩০২ ধারা মোতাবেক তাদেও যাবতজীবন সাজা প্রদান করেন। চাঞ্চল্যকর এ মামলার রায়ের প্রতিক্রিয়ায় নিহত সাংবাদিক আলীমের স্ত্রী সাফিয়া বেগম বলেন, নির্মম হত্যাকান্ডের ঘটনায় আসামীদের ফাসি দিলে আমার স্বামীর আত্মা শান্তি পেত।