সিসিক নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ

স্টাফ রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এ পর্যন্ত ২০৩টি মনোয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে মেয়র পদে মনোয়নপত্র গ্রহণ করেছেন আওয়ামী লীগের ১ একজন এবং বিএনপি’র ৪ জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মোট ১৯৮ জন মনোনোয়নপত্র গ্রহণ করেছেন।
এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৬৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৫ জন। মনোয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর পদে ৩ জন।
সিলেট আঞ্চলিক সহকারী নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, এ পর্যন্ত মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৬৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৫ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
সিটি করপোরেশনের মেয়র পদে যেসব নেতারা মনোনয়নপত্র গ্রহণ করেছেন তারা হচ্ছেন, বর্তমান মেয়র ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির আরিফুল হক, নাসিম হোসাইন, আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সালাউদ্দিন লিমন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী সিলেটসহ চার সিটি করপোরেশন নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ১২ মে।
মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ও ১৬ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। ভোটগ্রহণ হবে ১৫ জুন। সিলেটসহ দেশের চারটি সিটি করপোরেশনে একই দিন ভোটগ্রহণ করা হবে।