অব্যাহত বৃষ্টিতে মৌলভীবাজারের বিভিন্ন নদী ও ছড়ার পানি বৃদ্ধি

জালাল আহমদ : গত চার দিন ধরে অব্যাহতভাবে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে জেলার সাত উপজেলার সবগুলো নদ-নদী ও পাহাড়ি ছড়ায় ক্রমেই পানি বৃদ্ধি পাচ্ছে।
বুধবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার কমলগঞ্জ উপজেলার সবগুলো নদ-নদী ও পাহাড়ি ছড়ায় পানি বৃদ্ধি পেয়েছে। ধলাই ও লাঘাটা নদীসহ সবগুলো পাহাড়ি ছড়ায় পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপদ সীমা অতিক্রম করেনি। এদিকে জেলার জুড়ী, কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর ও বড়লেখা উপজেলার বিভিন্ন নদ-নদী ও পাহাড়ি ছড়ায় পানি ক্রমেই বাড়ছে। জেলার বড়লেখার কানলী ও সুনাই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ছড়িরবাজারে নদী ভাঙন দেখা দিয়েছে। এছাড়া বর্ণি ইউনিয়নের পাকশাইল এলাকায় সুনাই নদীর ভাঙনের কারণে হুমকির মুখে রয়েছে ৬টি গ্রাম। বড়লেখায় অবস্থিত হাকালুকি হাওরে গিয়ে উজান ও পাহাড়ি ছড়ার পানি গিয়ে পতিত হচ্ছে। সময় যতো গড়াচ্ছে নিম্নাঞ্চল এলাকায় ততোই পানি বাড়ছে।
মুঠোফোনে আলাপকালে মৌলভীবাজার জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে জানান, ধলাই ও মনু নদীর পানির বিপদ সীমা ১৯.৮২ সেন্টিমিটার। বুধবার দুপুরে পরিমাপ করে দেখা গেছে, ধলাই নদীতে ১৭.৫০ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নির্বাহী প্রকৌশলী আরও জানান, যেভাবে পানি বাড়ছে আর যদি উজানের ভারতীয় অংশে বৃষ্টিপাত হয় তাহলে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার আশংকা রয়েছে।