ঢাকায় হেফাজতে ইসলামের অবরোধ থেকে নিখোঁজ মৌলভীবাজারের ৪ জনের খোঁজ নেই এখনও
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : ঢাকায় হেফাজতে ইসলামের কর্মীদের সাথে গত রোববার পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার সময় মৌলভীবাজারের নিখোঁজ ৪ কর্মীর খোঁজ এখনও পাওয়া যায়নি। মৌলভীবাজার হেফাজতের কর্মী নাজমুল হক জানান, রোববার রাতে হেফাজত-পুলিশ সংঘর্ষের সময় থেকে তাদের ৪ কর্মী নিখোঁজ রয়েছে। নিখোঁজরা হলো ইকবাল, আব্দুল জব্বার, হাবিব ও ইব্রাহিম। তারা সবাই বরুণা মাদ্রাসার ছাত্র। গুরুতর আহত মুজাহিদ বর্তমানে ঢাকাস্থ একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকায় হেফাজতের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার সময় রোববার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধে অংশ নেয়া মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত গণি মিয়ার পুত্র আব্দুল হাকিম (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সূত্র জানায়, আব্দুল হাকিম স্থানীয় একটি মসজিদের ইমাম। হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে অংশ নিতে তিনি ২ দিন আগে বাড়ি থেকে ঢাকা যান। রোববার সকালে শাহবাগে লাঠি মিছিলের খবর পেয়ে হেফাজত কর্মীরা শাহবাগের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। তন্মধ্যে আব্দুল হাকিমও গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকাস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।