‘খালেদা জিয়ার বক্তব্য সংবলিত লিফলেট ছাপতে দেয়নি সরকার’

ডেস্ক রিপোর্ট : আইনশৃঙ্খলা, মানবাধিকারসহ দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বক্তব্য সংবলিত লিফলেট ছাপাতে সরকার বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এতেই প্রমাণিত হয় সরকার ভিন্নমত সহ্য করতে পারে না।
দুই দিনের হরতালের শেষদিন বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, দেশের সামগ্রিক অবস্থা, গণতন্ত্রের উপর আক্রমণ এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি লিফলেট ছাপানোর জন্য প্রেসে পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ তা ছাপতে দেয়নি। ছাপাখানা থেকে কর্মচারীদের আটক করা হয়েছে।
ছাপাখানা থেকে যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দাবি করে তিনি বলেন, এ বিষয়ে বিকালে পরবর্তী সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সভা-সমাবেশের ক্ষেত্রে সরকারের দ্বৈত নীতির সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, সরকার একদিকে কাউকে রাতের আঁধারে গুলি করে মারছে। আবার আগে যাদের মঞ্চ ভেঙে দেয়া হয়েছিল তাদের আবার নাচ গান করার সুযোগ দিচ্ছে।
হরতালে পুলিশ ও সরকার সমর্থকরা বিরোধী জোটের মিছিলে হামলা করছে বলে অভিযোগ করেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এ থেকেই প্রমাণ হয় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থর বাসায় পুলিশি অভিযান এবং জেলগেট থেকে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতারের কড়া সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
দেশের সার্বিক পরিস্থিতিতে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে বলেও উল্লেখ করেন শামসুজ্জামান দুদু।
হেফাজতে ইসলামের কর্মসূচি চলাকালে অন্তত ২০ জন সাংবাদিক আহত হয়েছে- এ বিষয়ে বিএনপির অবস্থান কি জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিকরা যখন যে পরিস্থিতিতে আঘাতগ্রস্ত হোক না কেন বিএনপি তাদের সঙ্গে ছিল। সংবাদপত্রের উপর আঘাত গণতন্ত্রের উপর আঘাত। বিএনপি চায় সাংবাদিকদের উপর আক্রমন বন্ধ হোক। গণতন্ত্রের উপর আক্রমন বন্ধ হোক।
সংবাদ সম্মেলনে বিএনপির অর্থনৈতিক বিষয়ক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আব্দুল লতিফ জনি, কেন্দ্রীয় নেতা তকদির হোসেন জসীম, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অন্যবারের মতো এবারো আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে।