যুদ্ধাপরাধী আলবদর কামরুজ্জামানের ফাঁসির রায়ে বৃটেনে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে’র আনন্দ সমাবেশ

শেখ এম এ সালাম, বৃটেন থেকে: যুদ্ধাপরাধী আলবদর কামরুজ্জামানের ফাঁসির রায় এর সংবাদে বৃটেনের নিউপোর্ট শহরে গত ৯ই মে রাত ১ ঘটিকায় জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে’র নিউপোর্ট শাখার উদ্যোগে এক আনন্দ সমাবেশ ও মিষ্টি বিতরনের আয়োজন করা হয়।
নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট কমিউনিটি লিডার শেখ মো: তাহির উল্ল্যাহর সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবলীগের সদস্য এমসি কলেজের সাবেক ছাত্র নেতা নিউপোর্ট যুবলীগের সহ-সভাপতি শাহ মো: শফি কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত আনন্দ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে’র কনভেনার সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস।
প্রধান বক্তা ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে’র ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোয়ানসী আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: রকিব মিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান মকবুল, নিউপোর্ট আওয়ামীলীগের সেক্রেটারী আব্দুল হান্নান, ওয়েলস আওয়ামীলীগের আইন সম্পাদক হারুন তালুকদার, প্রজন্ম ৭১ এর সভাপতি বেলায়েত হোসেন খান, নিউপোর্ট যুবলীগ সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সেক্রেটারী ফখরুল ইসলাম, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড১৯৭১ নিউপোর্ট শাখার কনভেনার মুক্তিযোদ্ধা আব্দুল মন্নাফ ও মেম্বারশীপ সেক্রেটারী এম এ রউফ, সোয়ানসী যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, আনহার মিয়া, রহুম আমিন, সিতাব আলী, নজরুল ইসলাম, মনসুর মিয়া, আলহাজ্ব আব্দুল হক, হাজী মকলিছ মিয়া, জিলু মিয়া, আব্দুল হামিদ মকসুদ, রাশিদ আহমদ, জয়নাল আহমদ, গিয়াস উদ্দিন, আশরাফুল ইসলাম, মোসাদ্দেক আহমদ, শাহীন আহমদ, আবুল কালাম, এম এ গফুর, বদরুল হক, শাকিল আহমদ এম এ সালাম, আব্দুল কাইয়ুম, আলম হোসেন, রকিবুর রহমান, মুহিত মিয়া, সেলিম চৌধুরী, জহির আলী, মামুন আলম, সাব্বির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ক্বারী শাহীন মিয়া।
প্রধান অতিথি’র বক্তব্যে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের কনভেনার ওয়েলস আওয়ামীলীগ লিডার মনসুর আহমদ মকিস বলেন কুখ্যাত আলবদর, রাজাকার কামরুজ্জামানের ফাঁসির রায়ে সমগ্র বাঙ্গালী জাতির ন্যায় প্রবাসী বাঙ্গালীরাও আনন্দিত। এখন এ ফাঁসি কার্যকর ও অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের ক্যাম্পেইন চালিয়ে যেতে হবে। প্রধান বক্তা মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক বলেন, ৭১ এর যুদ্ধে আমরা স্বাধীনতা এনেছি। এবারকার যুদ্ধে রাজাকারদের ফাঁসি কার্য্যকর করতে হবে।
সভাপতির বক্তব্যে শেখ মো: তাহির উল্ল্যাহ জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের নিউপোর্ট শাখার কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করে যুদ্ধাপরাধীদের চুড়ান্ত ফাঁসি না হওয়া পর্যন্ত জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের ক্যাম্পেইন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।