অমিত চৌধুরী’র পরলোক গমন
প্রকাশিত হয়েছে : ১১ মে, ২০১৩ ৮:৫২ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৪০ বার পঠিত
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা’র স্বামী অমিত চৌধুরী (৫৮) গত ৯ মে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (দিব্যান লোকান স্ব গুচ্ছতু)। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী ভাস্কর হোম শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।