সেফটি ট্যাংক ভেসে উঠা নিয়ে চাঞ্চল্য!

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় একটি সেফটি ট্যাংক হঠাৎ করে অক্ষত অবস্থায় ভুমি থেকে কয়েক ফুট উপরে উঠা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভুদ এ দৃশ্য দেখতে দূর দুরান্ত থেকে হাজার হাজার উৎসুক জনতা হাজী তসিদ আলীর বাড়ীতে ভিড় করছেন। জানা গেছে, উপজেলার মাধবগুল গ্রামের হাজী তসিদ আলী (৭০) ময়না মিয়ার বাড়ীতে ৯ ফুট গভীর ইট সিমেন্টের তৈরী একটি সেফটি ট্যাংক ভুমি থেকে প্রায় চার ফুট উপরে উঠে গেছে। হাজী তসিদ আলী জানান, প্রায় দুই মাস পূর্বে বাড়ীর সম্মুখে সেফটি ট্যাংক তৈরীর কাজ সম্পন্ন করেন। এর উপর মাটি থেকে প্রায় এক ফুট উচু রাখেন। এখনও এটি ব্যবহার করেননি। গত ৯মে বৃহস্পতিবার সকালে হঠাৎ দেখেন সেফটি ট্যাংকের চর্তুপার্শে পানি বুদবুদ করছে আর ট্যাংকটি উপরের দিকে উঠছে। তিনি জানান গতকাল ১০মে শুক্রবার সকালে আরেকটু উপরের দিকে উঠেছে। বড়লেখার প্রথম শ্রেণীর ঠিকাদার জাহিদুল ইসলাম মামুন জানান, এধরনের ঘটনার নির্মান জনিত কোন কারন খুঁজে পাচ্ছি না। হয়ত মাটির নিচে গ্যাসের চাপ অথবা কোন অলি আউলিয়ার প্রভাবে এটা হতে পারে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান জানান, জিওগ্রাফিকেল সার্ভে ছাড়া ঘটনা সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।