কুলাউড়ায় কার্ল মার্ক্সের ১৯৬তম জন্মদিবস পালিত

কুলাউড়া প্রতিনিধি : দুনিয়া কাঁপানো সর্বহারা শ্রেণীর মহান নেতা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা, উদ্বৃত্ত মূল্যের জনক মহামতি কমরেড কার্ল মার্ক্সের ১৯৬তম জন্মদিন পালিত হলো গত ৫ মে রোববার। গণমুক্তির গানের দল (মুক্তির দল) কুলাউড়া উপজেলা শাখা কালিটি চা বাগানের স্থানীয় কার্যালয়ে ওইদিন সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করে। কার্ল মার্ক্সের জন্মদিন উপলক্ষে উক্ত আলোচনা সভায় মার্ক্সের জীবনী নিয়ে প্রথমেই আলোচনা করেন শিক্ষক কমরেড সঞ্জয় দেবনাথ। কর্মধা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমরেড সুকান্ত দেবনাথের সভাপতিত্বে এবং কমরেড লিটন সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন গণমুক্তির সাধারণ সম্পাদক কমরেড দয়াল অলমিক, সাংস্কৃতিক সম্পাদক কমরেড বাবুল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক কমরেড রাজন দাস,অর্থ সম্পাদক কমরেড সত্য দাস, কমরেড লক্ষ্মীনারায়ণ দাস, কমরেড পণকুমার, কমরেড মেহেদী, কমরেড হরিকুমার দাস, কমরেড মিলন দাস, কমরেড সমীরন প্রমুখ। প্রসঙ্গত, গণমুক্তির গানের দলের কেন্দ্রীয় কমিটি ওইদিন ঢাকায় কার্ল মার্ক্সের ১৯৬তম জন্মদিবস পালন করে।