বড়লেখার আছিফ মোক্তাদির সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চায়
প্রকাশিত হয়েছে : ১১ মে, ২০১৩ ৮:৫৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৯৮ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : এবাবের এসএসসি পরীক্ষায় বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয় হতে অংশ নিয়ে আছিফ মোক্তাদির লিমন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। আছিফ বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও সাবেক উপদেষ্টা হাজী মোক্তাদির হোসেন মিছবা এবং গৃহিনী জান্নাতুন ফেরদৌসী দম্পতির দ্বিতীয় ছেলে। সে ভবিষ্যতে সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চায়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় আছিফ পিতা-মাতা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। ভবিষ্যতে আরো ভাল ফলাফল অর্জনে সে সকলের দোয়া চায়।