কুলাউড়া রেলওয়ে মৎস্য খামারে বিষ প্রয়োগ করে ৬ লক্ষাধিক টাকার পোনা মাছ নিধন

এম. মছব্বির আলী : কুলাউড়া পৌর এলাকার রেলওয়ে লোকোসেটের পাশে মুমিন মিয়ার মৎস্য খামারে বিষ প্রয়োগ করে একটি প্রভাবশালী মহল মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্িরায় সাড়ে ৬ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ নিধন করা হয়েছে বলে ফিশারীর মালিক জানান। গত ৩০ এপ্রিল সকালে শহরের জয়পাশা গ্রামের প্রনীল মালাকারের ছেলে রাসেন্দ্র মালাকারের নেতৃত্বে প্রভাবশালী মহলের ইন্ধনে নিরীহ মুমিন মিয়ার ফিশারীতে বিষ প্রয়োগ করে এবং বড় জাল দিয়ে মাছ ধরে নিয়ে যায়। ফিশারীর মালিক জানান, তিনি ৪ বছর থেকে এই ফিশারীতে বিভিন্ন জাতের পোনা মাছ চাষ করে আসছেন। কিন্তু প্রভাবশালী মহলের ইন্ধনে রাসেন্দ্র মালাকারের নেতৃত্বে ৭/৮ জন লোক তার ফিশারীতে বিষপ্রয়োগ করে মাছ ধরে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় কাউন্সিলর খসরু খান বিষয়টি সমাধান করে দেয়ার জন্য কুলাউড়া থানা থেকে সময় চেয়ে নিয়ে এসে উভয় পক্ষকে নিয়ে কুলাউড়া পৌরসভায় বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে বৈঠকে বসে বিষয়টির নিষ্পত্তি করার চেষ্টা করলেও বিবাদী পক্ষের অসহযোগীতার কারনে সমাধান করতে ব্যর্থ হয়ে তিনি বিষয়টি কুলাউড়া থানাকে অবগত করেন। কুলাউড়া থানার এসআই আকলিমা বেগম তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান জানান, অভিযোগটি তদন্ত হয়েছে দোষীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।