চাঁদা না দেয়ায় মৌলভীবাজারে একটি সিএনজি অটোরিক্সা পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার বানেশ্রী গ্রামের মৃত আঃ জব্বার মিয়ার ছেলে মোঃ লাতু মিয়া লন্ডন প্রবাসী মসুদ মিয়া বাড়িতে নিয়ে গাড়িটি রাখতেন তার রাখার জায়গা না থাকায়। সেখানে গতকাল ৯মে বৃহস্পতিবার ভোর রাতে গ্যারেজে থাকা সিএনজি অটোরিক্সাটি চাদাঁ না দেয়ায় পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। একমাত্র সম্ভল সিএনজিটি পুড়িয়ে দিয়ে রাস্থায় নামিয়ে দিয়েছে নিরীহ মালিক লাতু মিয়াকে। এ ঘটনায় মডেল থানা একটি মামলা দয়ের করা হয়েছে। থানার অভিযোগ সূত্রে ও সিএনজি মালিক লাতু মিয়া জানান, পার্শবর্তী কান্দিগাও গ্রামের আবরুছ হাজীর ছেলে সাচ্চু মিয়া (২৭) ও এখালাছ মিয়ার ছেলে সাজলু মিয়া (২৬)সহ কয়েকজন গত কয়েকদিন ধরে তার কাছে বিভিন্ন ভাবে চাদাঁ দাবী করে আসছে। সন্ত্রাসীরা গত ৪ মে তার চৌমোহনা স্টন্ডে তাদের মার ধর করে এবং চাদাঁ দিতে বলে তখন উত্তেজিত শ্রমিক আসলে এরা পালিয়ে যায়। তখন তারা হুমকী দিয়ে যায় তার ক্ষতি করবে। তাই তারা বৃহস্পতিবার ভোর রাতে মসুদ মিয়ার বাড়ি গ্যারেজে প্রবেশ করে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে যায় চাই হয়ে যায় নিরীহ সিএনজি মালিক অসহায় লাতু মিয়া। পরিজন পরিবার নিয়ে পড়েছেন ব্যাপাকে। কান্নায় ভেঙ্গে পড়েন চালক মালিক লাতু মিয়া। মডেল থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। আসামী গ্রেপ্তারে প্রক্রিয়া অব্যাহত রয়েছে।