কমলগঞ্জ-শমসেরনগর সড়ক যোগাযোগ বন্ধ ৪ দিন ধরে
প্রকাশিত হয়েছে : ১১ মে, ২০১৩ ৯:০০ পূর্বাহ্ণ | সংবাদটি ৬০৩ বার পঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুইডাইল এলাকায় বেইলি ব্রিজ ভেঙে কমলগঞ্জ থেকে শমসেরনগরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে গত ৪ দিন ধরে। এলাকাবাসী সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে এই ব্রিজটিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় গাড়ি চলাচল করছিল। গত ৫ মে রোববার সকাল ১১টায় পাথরবোঝাই একটি ট্রাক কমলগঞ্জ যাওয়ার পথে ব্রিজের ওপর উঠলে ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। এরপর থেকেই ওই এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে এলাকাবাসী সূত্র নিশ্চিত করেছে।