বড়লেখায় পৃথক তিন মামলায় তিন শিবিরকর্মী গ্রেফতার
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় পৃথক তিনটি মামলায় তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তন্মধ্যে গোপন রফাদফায় একজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (০৯ মে) দুপুর দেড়টায় পৌর শহরের একটি ব্যাংকের সামনে থেকে ২ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-বড়লেখা মোহাম্মদীয়া ফাযিল মাদ্রাসা শিবিরের সেক্রেটারী এসএম শাহিন আহমদ (২১) ও একই মাদ্রাসার ছাত্র শিবিরকর্মী মুহিবুর রহমান (১৯)। পৌর শহরের মোহাম্মদীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা ক্যাম্পাসে তালামীয-শিবির সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলা ও কাঁঠালতলীতে আওয়ামীলীগ নেতাকে হত্যা চেষ্টা মামলায় শাহিনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ শিবিরকর্মী মুহিবুর রহমানকে আটক করলেও গোপন রফাদফায় ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসআই কাওসারম্নজ্জামান একজনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেন। বড়লেখা থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজও একজন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। আটক অপরজন শিবিরকর্মী নয় বলে তিনি দাবি করেন।
এদিকে এর আগে গত ৫ মে দক্ষিণভাগে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় জাবের আহমদ বাদশা (২২) কে উপজেলা চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। সে কাঁঠালতলী ইউপি শিবিরের সেক্রেটারী বলে জানা গেছে।