বড়লেখায় বজ্রপাতে মারা গেলেন মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র মালাকার

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : শুক্রবার (১০ মে) সকালে বাড়ির পাশের জমিতে চাষাবাদের সময় বজ্রপাতে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র মালাকার (৬৫)। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের কোদালী গ্রামে। এলাকাবাসী ও হাসপাতাল কর্তৃপড়্গ সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার সকাল আনুমানিক ৯টায় বাড়ি পাশে জমিতে চাষাবাদ করার সময় সুবল চন্দ্র মালাকারের ওপর বজ্রপাত পড়ে। গুরম্নতর আহতাবস্থায় বড়লেখা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৭ মেয়ে ও ২ ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে যান।
নিহত মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র মালাকারকে শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ্ব শাহাব উদ্দিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমা-ার সিরাজ উদ্দিন শোক বিবৃতিতে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।