মরার উপর খাড়ার ঘাঁ: কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে ২ কিলোমিটারের ভেতরে আরও একটি কালভার্ট ভেঙ্গে গেছে
জালাল আহমদ : মৌলভীবাজারের কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের মইডাইল বেইলী সেতু ভেঙ্গে পড়ার ৪ দিন পর বৃহস্পতিবার আরেকটি কালভার্ট ভেঙ্গে গেছে। মরার উপর খাড়ার ঘাঁ হিসেবে একই সড়কে মাত্র ২ কিলোমিটার দূরত্বের ভেতরে আরও একটি কালভার্ট ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগ বেড়ে চরমে পৌঁছেছে। বুধবার ও বৃহস্পতিবার টানা বর্ষণে বৃহস্পতিবার বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের অদূরে করিমপুর এলাকায় কালভার্টটি ভেঙ্গে পড়ে।
এলাকাবাসী সূত্র জানায়, গত ৫ মে ভোরে সিলেটের জাফলং থেকে পাথর বোঝাই ট্রাক মৌলভীবাজার জেলা সদর হয়ে কমলগঞ্জের ভানুগাছ বাজারে আসার পথে মইডাইল এলাকায় স্টিলের বেইলী সেতু পারাপারকালে ট্রাকসহ সেতুটি ভেঙ্গে পড়ে। এ ঘটনার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত কমলগঞ্জ-মৌলভীবাজার সরাসরি সড়ক যোগাযোগ চালু হয়নি। সেতুটি ভেঙ্গে পড়ায় রোববার ভোর থেকে বাধ্য হয়ে ভুক্তভোগী এলাকার লোকজনকে ২০ কি.মি. ঘুরে শমশেরনগর এবং ৩০ কি.মি. ঘুরে শ্রীমঙ্গল হয়ে মৌলভীবাজার জেলা সদরে যাাতায়াত করছেন। এখন আবার একই সড়কের মাত্র ২ কি.মি. দূরত্বের ভেতরে করিমপুর এলাকায় আরও একটি কালভার্ট ভেঙ্গে গেলে জনদুর্ভোগ বেড়ে চরমে পৌঁছেছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম মিঞা নতুন করে একটি কালভার্ট ভেঙ্গে যাবার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলজিইডি’র প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।