ইতালির জেনোভা বন্দরে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
নাজমুল হোসেন, মিলান থেকে : ইতালির জেনোভা বন্দরে টাওয়ারের সাথে একটি জাহাজের ধাক্কা লাগে | নিয়ন্ত্রণহীন এই ধাক্ষার ফলে টাওয়ারে অবস্থানরত ১৩ জন শ্রমিকের মাঝে ৩ জন নিহত হয়েছেন | আহত হয়েছেন ৪ জন ও ৬ জন এখনো নিখোজ |
জানা যায়,জেনোভা বন্দরে জলি নিরো নামে একটি কন্টেইনার জাহাজের সাথে বন্দরের টাওয়ারে ধাক্ষা খাওয়ার পর টাওয়ারটির একটি অংশ ভেঙ্গে পানিতে পড়ে যায় | এই সময় বন্দরের টাওয়ারে প্রায় ১৩ জন শ্রমিক কাজ করছিল | দুর্ঘটনায় কেও পানিতে পড়ে যান আর কয়েকজন ভিতরে আটকা পরেন | দুর্ঘটনার সাথে সাথে উদ্ধার কাজ শুরু হয় | এর মধ্যে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয় | ৩ জনকে মৃত উদ্ধার করা হয় | দুর্ঘটনার পর এখনো ৬ জন নিখোজ রয়েছেন | কারিগরী কোনো ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে | তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ নিচ্চিত হওয়া যায়নি |
দুর্ঘটনায় কবলিত জাহাজের মালিক বলেন, আমি স্তম্ভিত হয়েছি এই দুর্ঘটনায় | এর আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি |
দুর্ঘটনার শিকার এক ব্যক্তি জানান, এই দুর্ঘটনায় একজন মহিলা সহ ৩ জন মারা গেছেন | দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে |