আলোচনায় বসতে খালেদা জিয়াকে ফের প্রধানমন্ত্রীর আহ্বান

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আলটিমেটামের পথ পরিহার করে আবারো আলোচনায় বসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার গণভবনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেনে, সরকার উৎখাতের ষড়যন্ত্র ও আলটিমেটামের পরও সংলাপের আহ্বান এখনো অব্যাহত আছে। সংঘাত এড়াতেই সরকার আলোচনার পক্ষপাতি উল্লেখ করে তিনি বলেন, উনার তা-ব দেশবাসী দেখেছে। এই তা-বের জবাব দেয়ার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। কিন্তু আমরা সংঘাত চাই না।
তিনি বলেন, সরকার উৎখাতের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় বিধ্বস্ত ও বিক্ষুব্ধ বিরোধীদলীয় নেত্রী।
শেখ হাসিনা আগামী বাজেট অধিবেশনে বিরোধী দলকে যোগ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, জ্বালাও-পোড়াও বন্ধ করে সংসদে আসুন। আপনার আলটিমেটাম ব্যর্থ হয়েছে, আপনি ফেল করেছেন।