স্কুল খাদ্যে শূকরের ডিএনএ : সঠিক ব্যবস্থা গ্রহণের আহবান রোশনারার

যুক্তরাজ্যে লন্ডনের স্কুল ছাত্রদের খাবারে শূকরের ডিএনএ ধরা পড়ায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বৃটিশ এমপি রোশনারা আলী। লেইসেস্টারের স্কুলগুলোর হালাল ল্যাম্ব বার্গারের একটি নমুনায় শূকরের অস্তিত্ব ধরা পড়ায় তা স্কুল থেকে সরিয়ে নেয়া হয়। গত বৃহস্পতিবার ঘটনাটি নিয়ে একটি রিপোর্ট পেশ করে সংবাদ মাধ্যম বিবিসি।
এ বিষয়টি নিয়ে গত মার্চ মাসেই বৃটিশ কৃষি ও খাদ্যমন্ত্রী ডেভিড হেথ এর মাধ্যমে খাদ্য সরবরাহ ব্যবস্থায় সঠিক মান ও ব্যবস্থাপনা বজায় রাখার দ্রুত উদ্যেগ নিতে সরকারের প্রতি লিখিত আহবান জানান রোশনারা এমপি।
এব্যাপারে বৃটিশ মন্ত্রী তাকে জানান, চলমান কিছু বিষয় যেমন খাদ্যে ভেজাল মিশ্রণ, হালাল খাদ্যে শূকরের অস্তিত্ব এগুলোর প্রতিরোধের জন্য ক্রেতা ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিতে সম্মত হয়েছে।
মন্ত্রীর আশ্বাসে আমি আশা করেছিলাম খাদ্যের প্রতিটি নতুন পরীক্ষণ সরকারের অঙ্গিকার অনুযায়ী হবে উল্লেখ করে রোশনারা আলী বলেন, শিশুদেরকে যে মাংস সরবরাহ করা হচ্ছে তার মান নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি এ বিষয়টিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এ বিষয়টি বৃটিশ মুসলিমদের জন্য খুবই সংকটের।
এ ঘটনায় বৃটিশ শিক্ষা মন্ত্রী জানান, শিক্ষা বিভাগ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্কুলের সাথে জড়িত স্থানীয় কর্তৃপক্ষের সাথে খাদ্য মান নিয়ন্ত্রণ সংস্থাকে যোগাযোগ করতে বলা হয়েছে। একি সাথে তদন্ত কাজ চলায় ঐ সমস্ত ভেজাল খাদ্য সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে।