সিটি নির্বাচন স্থগিতের দাবি বিএনপি নেতার

স্টাফ রিপোর্ট: সিলেট সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম।
শনিবার সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন কমিশনের প্রতি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে তিনি কমিশনকে এক সপ্তাহের সময়ও বেঁধে দেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে সীমানা পুন:নির্ধারণ না হলে হাইকোর্টে রিট করা হবে।
মহানগর বিএনপি’র সহ-সভাপতি সংবাদ সম্মেলনে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আওতাধীন থানা সমূহের নাগরিকরা সিটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।
সিলেটের ৬টি মেট্রোপলিটন থানার বাসিন্দারা একই থানার ভোটার হয়েও সে সুযোগ থেকে বঞ্চিত হবেন। অসম্পূর্ণ সীমানা নিয়ে ‘প্রহসনে’র এ নির্বাচন এ অঞ্চলের ভোটারদের প্রতি চরম অবজ্ঞার শামিল।
তাই, অবিলম্বে নির্বাচন বাতিল করে নতুন সীমানা নির্ধারণের মাধ্যমে পুন:তফসিল ঘোষণার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সিলেট সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগেরও দাবি তুলেন তিনি।
তিনি জানান, সীমানা নির্ধারণের জন্য তারা নির্বাচন কমিশনকে এক সপ্তাহের সময় দেবেন। এর মধ্যেও সীমানা পুন:নির্ধারণ করে তফসিল ঘোষণা না করলে তারা প্রয়োজনে আইনী ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সহ-সভাপতি তারেক চৌধুরী, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির শাহীন, অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, আহাদুন নূর তপন, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ ও ইসরাঈল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। ১২ মে মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।