প্রবীণ সাংবাদিক সৈয়দ মোঃ আতহার ক্যান্সারে আক্রান্ত

মেহেদী হাসান রুমী, মৌলভীবাজার: মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসকাবের সাবেক সভাপতি সৈয়দ মোঃ আতহার ক্যান্সারে রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি সিলেটের ইবনে সিনা হাসপাতালে সৈয়দ মোঃ আতহারের পেট থেকে অপারেশন করে একটি টিউমার বের করেন ডাঃ রফিকুল সালেহীন। এর পর টিউমারটি বায়োস্পী করালে, রিপোর্টে ক্যান্সারের জীবানু পাওয়া যায়। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ কামাল হোসেন রিপোর্ট দেখে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১১ মে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সৈয়দ মোঃ আতহার ও তার পরিবারের প থেকে রোগমুক্তি কামনা করে সকলের প্রতি দোয়া কামনা করেন।