সিলেটে হরতাল: সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও ককটেল বিষ্ফোরণ

জামায়াতের সহকারি সেক্রেটারী জেনালে কামরুজ্জামানের মৃত্যুদন্ডের রায় প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে ঝটিকা মিছিল,সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও ককটেল বিষ্ফোরণের মধ্য দিয়ে শুরু হয়েছে।
সকাল ৬ টায় ছাত্র শিবির নগরীর আম্বরখানা থেকে ঝটিকা মিছিল বরে করে দর্শন দেউড়ী এলাকায় টায়ার জ্বালিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে । এসময় তারা কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়।
সকাল সাড়ে ৬ টায় জামায়াতে ইসলামী শাহী ঈদগাহ এলাকায় ঝটিকা মিছিল বের করে করে। এসময় তারা টিলাগড়-আম্বরখানা-বিমানন্দর সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে ৪-৫ টি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছেনা। সিলেট থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোন বাস। তবে ট্রেণ চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালে নাশকতা এড়াতে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছে বিজিবি ও র্যাবের টহল।