সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন জামায়ত নেতা জোবায়ের

স্টাফ রিপোর্ট : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়ত থেকে প্রার্থী হচ্ছেন সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। ইতিমধ্যে তার মনোয়নপত্র ক্রয় করা হয়েছে। শনিবার মনোয়নপত্র জমা দেওয়া হয়েছে।
জানা গেছে বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরকে মেয়র প্রার্থী হিসেবে দাঁড় করাতে কেন্দ্র থেকে অনেক আগেই নির্দেশ দেওয়া হয়েছিলো। কিন্তু গত এপ্রিল মাসে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হলে তা অনিশ্চিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়।
সিলেট সিটিতে মেয়র পদে দলের মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং ২৭টি ওয়ার্ডের ১২টিতে সাধারণ কাউন্সিলর ও দুইটি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর প্রার্থী দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া কাউন্সিলর পদে ২৭টি ওয়ার্ডের মধ্যে ১২টিতে কাউন্সিলর ও সংরক্ষিত ৯ আসনের ২টিতে প্রার্থী দিচ্ছে দলটি। এর মধ্যে তিন ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রয়েছেন। এরা হলেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক মানিক, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাজিক মিয়া ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম।
আরো যেসব ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দিতে পারে জামায়াত সেগুলো হচ্ছে- ৩, ৭, ৮, ১২, ১৮, ১৯, ২৪, ২৫। সংরক্ষিত মহিলা আসনের জন্য ২জন প্রার্থী প্রস্তুত রাখা হলেও সে আসনগুলোর ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।