সিজনাল ভিসায় বাংলাদেশ বাদ পরার ব্যাখ্যা দিলেন ইতালি রাষ্ট্রদূত

মিলান থেকে সংবাদদাতা : ইতালি সরকার চলতি বছরের সিজনাল ভিসায় বাংলাদেশ কে তাদের তালিকা থেকে বাদ দিয়েছে | এর পর প্রবাসী বাংলাদেশীদের মাঝে আলোচনার ঝর বইতে থাকে | এই ব্যাপারে ইতালি সরকারের সাথে বাংলাদেশর রাষ্ট্রদ্রুত দীর্ঘদিন আলোচনার পর বাদ পরার কারণ ব্যাখা দিলেন |
ইতালির রোম দুতাবাসের বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন বলেন, সিজনাল ভিসা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় আমাদের জন্য লজ্জাজনক | এর কারণ জানতে চাইলে ইতালি সরকার থেকে জানানো হয় আমাদের দেশের যারা সিজনাল ভিসায় ইতালিতে আসেন তাদের মধ্য থেকে বেশিরভাগ শ্রমিক দেশে ফিরত যায় না,অন্য দেশে চলে যায় বা ইতালিতে অবৈধ ভাবে বসবাস করে | তিনি বলেন প্রতি বছরে এই সিজনাল ভিসায় বাংলাদেশ থেকে কমপক্ষে ৩ হাজারের বেশি শ্রমিক ইতালিতে আসে | অফিস সূত্রে গত ৫ বছরে প্রায় ১৮ হাজার শ্রমিক ইতালিতে প্রবেশ করেছে কিন্তু ভিসা শেষ হওয়ার পর ফিরত গেছে মাত্র ৫১ জন | এটি বাংলাদেশের জন্য খুবই লজ্জা জনক |
তিনি আরো বলেন, সিজনাল ভিসায় আমরা যেভাবে ভাবছি বিষয়টা সেই রকম নয় | সিজনাল ভিসার নিয়ম হচ্ছে ৬-৯ মাসের ভিসা দেওয়া হয় শ্রমিক কে | সময় শেষ হলে তারা দেশে যাবে এবং পরবর্তিতে আবার সিজনাল ভিসার জন্য আবেদন করতে পারবে | ভিসা পেয়ে ইতালিতে এসে পুনরায় কাজ করতে পারবে | ইতালি সরকার এই বছর কিছু নিয়ম পরিবর্তন করেছে | যেমন যারা সিজনাল ভিসায় ইতালিতে এসে ফিরত যায়নি ,তাদের কে পুনরায় ৯ মাসের সিজনাল ভিসা নবায়ন করার সুযোগ করে দিয়েছে | ইতালি সরকার বিশেষ বাংলাদেশ থেকে নতুন ভিসা বাদ দিলে ও ইতালিতে থাকা বাংলাদেশীদের জন্য এই সুবিধায় আবেদনের সুযোগ করে দিয়েছে |
রাষ্ট্রদ্রুত ইতালি সরকারের কাছে দাবি করেন যেহেতু এই বছরের সিজনাল ভিসায় বাংলাদেশের নাম তালিকায় নাই | এই সুযোগের ফলে তালিকায় পুনরায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হউক | ইতালি সরকার বাংলাদেশের রাষ্ট্রদ্রুত কে আশ্বাস প্রদান করেছেন নাম অন্তর্ভুক্ত করার | কারণ এই বিষয়টা শুধু পররাষ্ট্র দেখে না ,এর সাথে ইতালির হোম মন্ত্রনালয় ও শ্রম মন্ত্রনালয় জড়িত |
পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্রদ্রুত জানান, ইতালিতে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় উচ্চশিক্ষায় আসতে পারবে | বিশেষ করে আমাদের দেশের স্টুডেন্টরা ইঞ্জিনিয়ার ও মেডিসিন বিষয়ে পড়তে | এই সুবিধার ফলে আমাদের দেশের ছাত্রছাত্রীরা অনান্য দেশের মতো ইতালিতে এসে ও এই স্টুডেন্ট স্কিম গ্রহনের সুযোগ পাচ্ছে |