এদিকে ন্যাশনাল আই কেয়ার এর তত্ত্বাবধানে ও ব্র্যাক এবং সাইট সেভার্স এর সহযোগীতায় শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে বার্ষিক স্থায়ী চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও মেডিক্যাল অফিসার ডাঃ বিশ্বনাথ পালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোছাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চক্ষু বিশেযজ্ঞ ও সার্জন ডাঃ আব্দুল মান্নান, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার রনজু চন্দ্র সাহা।
প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেন, চোঁখ মানুষের জীবনের মূল্যবান সম্পদ, সমাজের অসহায় হতদরিদ্র মানুষের কল্যানের জন্য এই স্থায়ী চক্ষু ক্যাম্প কমলগঞ্জে নতুন অধ্যায়ের সূচনা করল। এ রকম প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ব্র্যাক ও সাইট সেভার্স প্রমাণ করলো তার মানুষের জন্য কাজ করছে।
উলেখ্য, ইতিমধ্যে ভিশন বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে ব্র্যাকের উদ্যোগে কমলগঞ্জ উপজেলায় ৫৫ টি ক্যাম্প অনুষ্টিত হয়। যার মাধ্যমে ৪৫৭০ জন রোগীকে প্রাথমিক ও ১৫৭৬ জন ছানী রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলায় ২০০১ সাল থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত ২৬৫ টি ক্যাম্পের মাধ্যমে ১৮২০৮৫ জনকে প্রাথমিক চিকিৎসা ও ১৩৩৮৪ জনকে ছানী অপারেশন করে ল্যান্স সংযোজন করা হয়েছে।