পৃথক ঘটনায় মৌলভীবাজার জেলায় ৫ জনের মৃত্যু

পৃথক পৃথক ঘটনায় মৌলভীবাজার জেলার তিন উপজেলায় ৫জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে হযেছে দু’জনের মৃত্যু। অন্যদিকে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে সয়দ আব্দুল বারী দাখিল মাদ্রাসা ছাত্রী পপি বেগম। এদিকে, এক কিশোরের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় এলাকায় শুরু হয়েছে চাঞ্চাল্য। তবে তার পরিবার থেকে দাবি করা হচ্ছে -এটা স্বাবাবিক মৃত্যু। মৌলভীবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য।
কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিক পরিবারের নিহত ২ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রকলা চা বাগানে বজ্রপাতে চা শ্রমিক পরিবারের ২ শিশু নিহত হয়েছে। ১২ মে রোববার দুপুর ১২ টায় বজ্রপাতে এ ঘটনা ঘটে। পাত্রকলা চা বাগান কর্তৃপড়্গ সূত্র জানায়, ঝড়ো বৃষ্টি ও দমকা বাতাসের সময় বজ্রপাত শুরু হলে পাত্রকলা চা বাগানের শ্রমিক বাবুলের ছেলে সুনিল (১৩) ও সুজার ছেলে গনেশ (১৫) ঘটনাস্থলেই নিহত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম মিঞা এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি সরেজমিন পরিদর্শন করে আক্রান্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছেন।
বড়লেখায় গাছের ডাল পড়ে যুবক নিহত: মৌলভীবাজারের বড়লেখায় রোববার দুপুরে (১২ মে) আম গাছের ডাল পড়ে ঘটনাস্থলেই এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, রোববার দুপুর ১২ টায় হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বড়লেখা সদর ইউনিয়নের অজমীর গ্রামের শফিক আহমদ ওরফে আতা মিয়ার ছেলে এবং ওনং ওয়ার্ডের সদস্য ইয়াছিন আলীর ভগ্নে ফয়ছল আহমদ (২৮) দৌঁড় দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। জগডোবা গ্রামস্থ মিরা দাসের বাড়ির সামনে একটি আম গাছের ডাল ভেঙ্গে তার মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। রোববার বিকেলে তাকে সার্বজনীন গোরসত্মানে দাফন করা হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া আসে।
বড়লেখায় গলায় ফাঁস লেগে কিশোরের আত্মহত্যা: মৌলভীবাজারের বড়লেখায় গত শনিবার সন্ধ্যায় গলায় ফাঁস লেগে জায়েদ আহমদ (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। তবে তার পরিবার দাবি করছে এটি স্বাভাবিক মৃত্যু। এ নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, পৌর শহরের পানিধার গ্রামের সমশেদ আলী মাস্টারের ছেলে স্থানীয় পিসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জায়েদ আহমদ (১৪) গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন বড়লেখা থানা অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ। এদিকে আত্মহত্যার এ খবরটি জায়েদের পরিবারের লোকজন স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছেন। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে তাদের দাবি।
রাজনগরে পরীক্ষায় ফেল করে আত্মহননকারী মাদ্রাসাছাত্রীর মৃত্যু : মৌলভীবাজারের রাজনগরে দাখিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গবিন্দ্রপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে স্থানীয় সৈয়দ আব্দুল বারী দাখিল মাদ্রাসা ছাত্রী পপি বেগম (১৭) আত্মহত্যা করেছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, গত ৯ মে দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর পপি তার অকৃতকার্যের ফলাফল জানতে পেরে বিষপান করে অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে অভিভাবকরা তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৬টায় মারা যায়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে এখন দাফন প্রক্রিয়া চলছে।