মৌলভীবাজারে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল ১২মে রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের চীফ হুইপ ও জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহিদ। বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমদ, পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহিরুল ইসলাম, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, মডেল থানার ওসি আজিজুর রহমান, রাজনগর উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই প্রমূখ। সভায় গত মাসের আইন-শৃংখলা নিয়ে সার্বিক পর্যালোচনা করা হয়। সংসদের হুইপ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে খোলামেলা আলোচনা করেন। এবং পরিশেষে বলেন, জনগণ সুযোগ দিলে আমরা কমিটমেন্ট রক্ষা করে কাজ করে যাবো। সভায় পৌর মেয়র মনু নদী সংলগ্ন বড়হাট এলাকায় নদী ভাঙ্গন রোধের আহবান জানান।