কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি : র্যালী, আলোচনা সভা ও নাটিকার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার প্রজেক্টের উদ্যোগে গতকাল ১২মে রোববার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে কমলগঞ্জ উপজেলার আদমপুর প্রকল্প অফিস প্রাঙ্গনে এক আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে ও হোসনে আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: শামছুউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কিশোলয় চক্রবর্তী, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার প্রজেক্টের ব্যাবস্থাপক মি. অখিল বাড়ৈ। সভা শেষে “ৎননী” নাটিকা মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মা সহ বিভিন্ন শ্রেণী পেশার লেঅকজন উপস্থিত ছিলেন। সবশেষে সকলকে আপ্যায়িত করা হয়।