শ্রীমঙ্গলে সাংবাদিকদের মতবিনিময় ও সংবর্ধনা

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার সংবাদ যাতে সাংবাদকর্মীরা আরো বলিষ্ঠ ভাবে করতে পারেন এ বিষয়ে সংবাদকর্মীদের নিয়ে এক মত বিনিময় সভা ও গুনি সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়ন। গতকাল ১২মে রোববার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনীস্থ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সাংবাদিকরা শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যার বিষয় তুলে এ সকল বিষয়ে রিপোর্ট তৈরীর কৌশল নিয়ে সবাই আলোচনা করেন। এসময় চট্রগ্রামের সাপ্তাহিক শেষ আলোর সম্পাদক সৈয়দ আতাউর রহমানকে সংবর্ধনাও প্রদান করে সাংবাদিক ইউনিয়ন। শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও আরটিভি মোলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোমের সভাপতিত্বে সভায় বক্তব্যদেন সংবধিত সৈয়দ আতাউর রহমান, মৌলভীবাজার প্রাথমিক শিক্ষক সমিতির আহব্বায়ক জহর তরফদার, শ্রীমঙ্গল প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্ত্তী, সাংবাদিক শামিম আক্তার হোসেন, মুজিবুর রহমান রেণু ও শিক্ষক উপেন্দ্র দেবনাথ।