বড়লেখার আহমেদ রিয়াজ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আর্ন্তজাতিক সম্পাদক মনোনীত
প্রকাশিত হয়েছে : ১৩ মে, ২০১৩ ৭:১৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৭০৩ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য প্রার্থী বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আহমেদ রিয়াজ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আর্ন্তজাতিক (মধ্যপ্রাচ্য বিষয়ক) সম্পাদক মনোনিত হয়েছেন। ১০ মে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য গোলাম হাবিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মধ্যপ্রাচ্যের দেশ সমুহে দলের অবস্থানকে সাংগঠনিকভাবে সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার জন্য আহমেদ রিয়াজকে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আর্ন্তজাতিক (মধ্যপ্রাচ্য বিষয়ক) সম্পাদক নিযুক্ত করা হয়।