এবার ব্রীজ ভেঙে শ্রীমঙ্গল-ব্রাহ্মণবাজার সড়ক যোগাযোগ বন্ধ ৩ দিন ধরে
প্রকাশিত হয়েছে : ১৩ মে, ২০১৩ ৭:১৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৭২৫ বার পঠিত
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : এবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পলকি নদীর উপর ভ্যালী ব্রীজ ভেঙে পড়ে শ্রীমঙ্গল-ব্রাহ্মণবাজার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে গত ৩ দিন ধরে। গত ১০ মে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুলাউড়াগামী ভারী মালবাহী ১০ চাকার একটি লরি ব্রীজটি পার হতে গেলে ব্রীজ ভেঙে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর ফলে আশপাশের তিন উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল রোববার সন্ধ্যা পর্যন্ত এই সড়কে যান চলাচলসহ সব রকমের যোগ?াযোগ বন্ধ রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী।