বড়লেখায় এসএসসিতে ৬৩ জনের জিপিএ-৫ লাভ শতভাগ সাফল্য দু’টি প্রতিষ্ঠানে : শীর্ষে পিসি উচ্চ বিদ্যালয়

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় এবার পাশের হার ৯০%। তিনটি কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এসএসসিতে ৬৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে। শতভাগ ফলাফল অর্জন করেছে উপজেলার দু’টি প্রতিষ্ঠান গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় (৭৫ জন) ও পয়লোয়ানবাড়ী উচ্চ বিদ্যালয় (৬০ জন)। পিসি উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ৪৫ জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ১১ জন ও দাসেরবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তন্মধ্যে পিসি উচ্চ বিদ্যালয় হতে ২৫ জন জিপিএ- লাভ করে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। এছাড়া বালিকা উচ্চ বিদ্যালয় হতে ১১ জন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় হতে ৮ জন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় হতে ৬ জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ৫ জন, ফকিরেরবাজার উচ্চ বিদ্যালয় হতে ৪ জন, পাকশাইল উচ্চ বিদ্যালয় হতে ২ জন এবং গলস্নাসাঙ্গন উচ্চ বিদ্যালয় ও পয়লোয়ান বাড়ী উচ্চ বিদ্যালয় হতে ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এদিকে পৌর শহরে অবস্থিত উপজেলার ফলাফলে শীর্ষে থাকা পিসি উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন জিপিএ-৫ অর্জন করে। তন্মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৪ জন এবং ব্যবসায় শাখা থেকে ১ জন জিপিএ-৫ অর্জন করে। গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে-জয়দীপ দত্ত জয়, অমর হাসান, শুভাশীষ দেবনাথ, আবুল বাশার, ইয়ামিন, মাহফুজ আহমদ, লাবিব, লিমন ও আশিষ পাল। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তরা হচ্ছে নয়ন ইসলাম, রাজিন, মান্না, এবাদুর রহমান, রিমন, সাব্বির, তাহমিদ, রেদোয়ান, কাওছার, এবাদুর, রাফি, রূপম, সৃজন, জুবের, মাছুম। ব্যবসায় শাখা থেকে শাহরিয়ার মুন্না একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র।