বড়লেখায় অগ্নিকান্ডে মাইক্রোবাস পুড়ে গেছে
প্রকাশিত হয়েছে : ১৩ মে, ২০১৩ ৭:১৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৭২০ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের গাজিটেকায় রোববার (১২ মে) দুপুরে গ্যারেজে থাকা মাইক্রোবাস পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ড়্গতি হয়েছে। এলাকাবাসী সূত্র জানায়, পৌর শহরের গাজিটেকা আইলাপুর গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের বাড়ির গ্যারেজে রাখা একটি মাইক্রোবাসে রোববার দুপুর সাড়ে ৯ টার দিকে আগুন ধরে যায়। মূহুর্তেই গাড়ির সিংহভাগ অংশই পুড়ে যায়। গ্যারেজও আংশিক পুড়ে যায়। এলাকাবাসী ও স্থানীয় দমকল বাহিনীর তৎপরতায় রড়্গা পায় বাড়িটি। অগ্নিকা- পে্রায় ৫ লাখ টাকার ড়্গতি হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, গাড়ির ওয়ারিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে।