মৌলভীবাজারের সাত উপজেলা ৩ দিন ধরে বিদ্যুতহীন
প্রকাশিত হয়েছে : ১৩ মে, ২০১৩ ৭:১৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৭৯ বার পঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের সাত উপজেলা গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৩ দিন ধরে বিদ্যুতহীন ছিল। রোববার সন্ধ্যা ৭টায় বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক হয়। এই তিন দিন অন্ধকারে থেকে চরম ভোগান্তির শিকার হন গ্রাহকরা। কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুত ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়ে। গাছপালা উপড়ে ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এ অবস্থা হয়েছে বলে জানিয়েছেন পিডিবি’র মৌলভীবাজার জেলা নির্বাহী প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী।