ইতালি মহিলা সমিতির ১৫ বছর পূর্তি ও মা দিবসের আলোচনা সভা অনুষ্টিত

নাজমুল হোসেন, মিলান থেকে : ইতালির রাজধানী রোমে বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্টার ১৫ বছর পূর্তি ও বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে | রোমের সান লুকা হলরুমে মহিলা সমিতির সভানেত্রী রাজিয়া সুলতানার সভাপতিত্বে,সদস্যা সুস্মিতা সুলতানার পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালির বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদ্রুত শাহাদাত হোসেন | অনুষ্টানে স্বাগত বক্তৈব্ব রাখেন সংঘটনের সাধারণ সম্পাদিকা রেশমা আমিন | তিনি শুরুতেই সাভার দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দুর্ঘটনায় আহতদের সাহায্যার্তে উপস্থিত সকলের কাছ থেকে আর্থিক অনুদান সংগ্রহ করেন | অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তৈব্ব রাখেন ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজী, ইতালি বিএনপির সভাপতি লকিয়ত উল্ল্যা,মহিলা সমিতির শাহিনা পারভীন , নাসরিন রহমান, ফেরদৌসী শাহরিয়ার,ইয়াছমিন আলী প্রমুখ |
অনুষ্টানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন,ইতালিতে বসবাসরত নারীদের রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের পাশাপাশি পরিবারের প্রতিকুলতা কাটিয়ে মুক্ত চিন্তার বিকাশ ও ইতিবাচক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার লক্ষে ১৫ বছর পূর্বে ঘঠিত মহিলা সমিতি ইতালি | ঘটনের পর থেকে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে এই সংঘটন অবদান রেখে চলেছে | তাদের সকল কর্মকান্ড কে স্বাগত জানাই | সামাজিক কার্যক্রমে মহিলারা এগিয়ে এসেছেন তা খুবই প্রশংসনীয় | বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন মহিলা সমিতি ভবিষ্যতে তাদের কার্যক্রমে দেশ ও প্রবাসের সামাজিক উন্নয়নে আরো গতিশীল হয়ে কাজ করে যাবেন |
মহিলা সমিতির ফাহমিদা সুলতানা তার বক্তব্যে দুতাবাসের বৈশাখী মেলায় ইতালি নারীদেরকে অবমুল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন এবং রাজনৈতিক ব্যক্তিদের উপর আক্রমনাত্মক কথা বলায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দরা দাড়িয়ে প্রতিবাদ জানান ও হলরুম থেকে বের হয়ে যাবার সিদ্দান্ত নেন | কিন্তু রাষ্ট্রদ্রুতের হস্থক্ষেপে বক্তা তার কথার জন্য ভুল শিকার করলে পুনরায় অনুষ্টান শুরু হয় |
অনুষ্টানে বিভিন্ন শ্রেণীতে অবদানের জন্য মহিলা সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় | আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয় |