আলোচনা শুরু হলে জট খুলবে: স্পিকার

স্টাফ রিপোর্ট : প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আলোচনা শুরু হলে ‘সমস্যার জট খুলবে’ বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, “সংলাপের ব্যাপারে দুই দলই ইতিবাচক। তবে কোথায়, কী নিয়ে আলোচনা হবে, তা এখনো ঠিক হয়নি। আলোচনা শুরু হলে সমস্যার জট খুলবে।”
রোববার জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন স্পিকার।
প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপের বিষয়ে স্পিকারের ভূমিকা নিয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব জানতে চেয়েছেন বলে জানান শিরীন শারমিন।
তিনি বলেন, সংসদে আলোচনা হতে পারে। তবে এ বিষয়ে দুই দলকেই সিদ্ধান্ত নিতে হবে। সংসদে আলোচনা হলে কারোর প্রতি বৈষম্য করার সুযোগ নেই। এখানে সবারই সমান অধিকার রয়েছে।
“যে কোনো ধরনের আলোচনা সংসদে সম্ভব। আমি চাই বিরোধী দল সংসদে আসুক,” বলেন কয়েক সপ্তাহ আগে স্পিকারের দায়িত্ব নেয়া শিরীন শারমিন।
আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে জাতিসংঘের প্রতিনিধি দল সবার সঙ্গে আলোচনা করছেন বলেও জানান স্পিকার।
চলমান রাজনৈতিক সংঘাত নিয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সংঘাতের বদলে আলোচনার পক্ষপাতি তারা। সব পক্ষকে সেই তাগিদই দিচ্ছে তারা।
সংলাপের বিষয়ে স্পিকার হিসেবে তিনি কোনো উদ্যোগ নেবেন কি না- জানতে চাইলে শিরীন শারমিন বলেন, “তাদেরকেই (দুই দল) সিদ্ধান্ত নিতে হবে। তারা সিদ্ধান্ত নিলে আমি ফ্যাসিলিটেট করবো।”
স্পিকারের সঙ্গে আলোচনার বিষয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো সাংবাদিকদের কাছে কিছু বলতে রাজি হননি।
তবে সফর নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করবেন বলে তিনি জানিয়েছেন।