রোববার সকালে স্থানীয় লোকজন বিবিয়ানা গ্যাস ফিল্ডস সংলগ্ন হাওরে লাশ ৩টি ভাসতে দেখে থানায় খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কসবা গ্রামের মৃত লিপাই মিয়ার ছেলে রানা গংদের সঙ্গে একই গ্রামের ফারুক মিয়া গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত শুক্রবার সকাল ৭টার দিকে উভয়পক্ষের লোকজন আবারো সংঘর্ষে লিপ্ত হয়। ওই সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত এবং ৫ জন নিখোঁজ হন।
পরে সকাল ৯টার দিকে নবীগঞ্জ থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, লাশ ৩টির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।