৭ মেয়র, ১৫২ কাউন্সিলর ও ৩৬ নারী কাউন্সিলরের মনোনয়ন দাখিল
স্টাফ রিপোর্ট : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোয়ন পত্র দাখিলের শেষদিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। মেয়র পদে ৭ জন, সাধারণ কউন্সিলর পদে ১৫২ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আলমপুরস্থ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল থেকেই ভীড় জমান প্রার্থীরা। শেষ দিন হওয়ায় ভীড় ছিল অন্যান্য দিনের চেয়ে বেশী তাই লাইন ধরে মনোনয়নপত্র জমা দিয়ে হাসিমুখে বাড়ি ফিরেন প্রার্থীরা। তবে ব্যতিক্রম ছিলেন মেয়র প্রার্থীরা। সংখ্যায় কম হওয়ায় সহজেই মনোনয়ন পত্র দাখিল করেন তারা। মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন প্রথমে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি মনোনয়নপত্র দেয়ার পর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি জমা দেন মনোনয়নপত্র। এরপর মনোনয়নপত্র জমা দিতে আসেন সদ্য বিদায়ী মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। মেয়রের পরই জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এড: শামসুজ্জামান জামান মনোনয়নপত্র জমা দেন। সালাউদ্দিন লিমন মনোনয়নপত্র দাখিল করেন এড: শামসুজ্জামানের পরেই। এরপরই মনোনয়নপত্র জমা দেন মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী। মেয়র পদে সর্বশেষ মনোনয়নপত্র জমা দেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের পক্ষে দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, এডভোকেট জিয়াউদ্দিন নাদের ও মাওলানা সোহেল আহমদ।
সর্ব শেষ জানা যায়, মেয়র পদে ৭ জন, সাধারণ কউন্সিলর পদে ১৫২ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।