প্রাথমিক বিদ্যালয় সম্যাসার চিত্র-২: বিশ্বনাথে বেশিরভাগ বিদ্যালয়ে খেলার মাঠ নেই

মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ : বিশ্বনাথ উপজেলা সরকারি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠের তীব্র সংকট দেখা দিয়েছে। বিদ্যালয় গুলোতে খোলাধুলার কোন ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা খোলাধুলা থেকে রয়েছে বঞ্চিত।
জানাযায়, উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে খোলাধুলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে থেকে গ্রামের যে কোনে মাঠে যেতে হয়। অনেক বিদ্যালয়ে মাঠ না থাকায় বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্টিত হয় না বলে জানাগেছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের শরীর চর্চা জন্য খোলাধুলার যে প্রয়োজন তা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন।
শিক্ষা অফিস সূত্রে জানাযায়, উপজেলায় সরকারি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২৯টি রয়েছে। বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীর প্রায় ৩০ হাজার রয়েছে। এরই মধ্যে উপজেলা ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ নেই। যার ফলে ওই বিদ্যালয় গুলোতে খোলাধুলা থেকে বঞ্চিত রয়েছে শিক্ষার্থীরা। মাঠ নেই উলেখ যোগ্য কয়েকটি বিদ্যালয় উপজেলার বিশ্বনাথ আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরহাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসসান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসলিসপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়।
কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে আলাপ-কালে জানাযায়, বিদ্যালয় গুলোতে মাঠ না থাকায় শিক্ষার্থীদের খোলাধুলা করা সম্ভব হয়নি। অনেক সময় বিদ্যালয়ের পার্শ্ববতি জমিতে শিক্ষার্থীরা বাধ্য হয়ে খোলাধুলা করে।
বিশ্বনাথ উপজেলা সদরের আদর্শ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ইভা বেগম বলেন, বিদ্যালয়ে কোন মাঠ না থাকায় খোলাধুলা থেকে আমরা রয়েছে বঞ্চিত। বেশির ভাগ সময় বিদ্যালয় থেকে অনেক দূরে কোন ক্ষেতের জমিতে খোলাধুলা করতে হয়। খোলাধুলার জন্য আমাদের দূর্ভোগ পুহাতে হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস বলেন, অনেক বিদ্যালয়ে খেলার মাঠ নেই। জায়গায় না থাকায় বিদ্যালয়গুলোর খেলার মাঠ নেই।