রাজনগর উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ঝুঁকিপূর্ণ

জালাল আহমদ : মূল ইউটিডিসি ভবনসহ ঝুকিপূর্ণ কয়েকটি ভবনকে পরিত্যক্ত ঘোষণার পরও মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ ভবনে চলছে কয়েকটি অফিসের কার্যক্রম। ভবনের কলাম ভিম, দেয়ালে বড় ফাটল, ছাদ খসে রড বেরিয়ে পড়েছে। দুই বছর পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ভবনটি ভাঙ্গার নির্দেশনা দেওয়ার পরও অফিস স্থানান্তরের বিকল্প ব্যবস্থা না থাকার অজুহাতে এখনও ভাঙ্গা হয়নি ভবনগুলো। জীবনের ঝুঁকি নিয়ে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এসব ভবনে থাকা অফিসগুলোর কর্মকতা-কর্মচারীরা। পরিষদের মূল ভবনের ১ম তলায় রয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সমবায় ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, মাধ্যমিক শিক্ষা অফিস ও মৎস্য অফিস।
উপজেলা মৎস্য অফিসের সহকারী খালেদ আমান জানান, যে অবস্থায় কাজ করছি ভয় হয়, কখন জানি এটি ধ্বসে পড়ে। উপজেলা মৎস্য কর্মকর্তা শাহীদুর রহমান সিদ্দিকী জানান, এ ভবনে ঝুঁকি নিয়েই কাজ করছি। ঝুঁকিপূর্ণ হলেও এখানেই কাজ করতে হচ্ছে। আমাদের অন্যত্র সরে যাওয়ার কথা বললে নতুন স্থানে অফিস খোঁজে নিতাম। এ ব্যাপারে রাজনগর উপজেলা প্রকৌশলী রম্নবাইয়াত জামান জানান, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।