অপসোনিন ফার্মার ইনজেকশনে ময়লা !
প্রকাশিত হয়েছে : ১৩ মে, ২০১৩ ৯:০৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৯৮ বার পঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : অপসোনিন ফার্মাসিটিক্যালসের উৎপাদিত প্যানটিড ৪০ মিগ্রা ইনজেকশনে ময়লা পাওয়া গেছে। ময়লা দেখায় কর্তব্যরত সেবিকা রোগীর শরীরে এই ইনজেকশন পুশ করেননি। মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা প্রাইভেট হাসপাতালে সোমবার (১৩ মে) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অপসোনিন ফার্মার মেডিসিন ব্যবহার করা থেকে বিরত রয়েছেন অনেকেই। এ ব্যাপারে মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: হেমন্ত কুমার দে জানান, এটা কোন বিষয় নয়। তবে এই ময়লাযুক্ত ইনজেকশনটি রোগীর শরীরে পুশ করেনি যে নার্স তাকে অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, সর্তকতার সহিত নার্সরা এভাবে কাজ করলে মারাত্মক ড়্গতির হাত থেকে রড়্গা পাবে রোগীরা। বিষয়টি মেডিকেল রিপ্রেজেনটেটিভ আবুল বাশারকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।