লন্ডনে গ্রেটার মৌলভীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্টের কান্ড রেইজিং চ্যারিটি ইভেন্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : গ্রেটার মৌলভীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে জলছে। বৃটেনে বসবাসরত নবপ্রজন্মের একঝাঁক প্রতিশ্রুতিশীল যুবকদের একমাত্র প্রতিষ্ঠিত এই ট্রাস্ট ইতিমধ্যে চ্যারিটি রেজিষ্ট্রেশন লাভ করেছে। গত সোমবার লন্ডনের ক্যামডেনের টাউনলহে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গ্রেটার লন্ডন ছাড়াও কার্ডিফ, ওয়েলস, বার্মিংহাম, স্কটল্যান্ড ও নিউপোর্টসহ বিভিন্ন শহর থেকে আগত পাঁচ শতাধিক লোকের উপস্থিতিরে এক কান্ড রেইজিং চ্যারিটি ইভেন্টের আয়োজন করা হয়।
মৌলভীবাজার ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ঠ ব্যবসায়ী মামুন আলমের সভাপতিত্বে এবং চ্যারিটি অর্গানাইজাইর এ.এম, ইয়াহিয়া ও অর্গানাইজার মো. খায়রুল সাইদের যোথ পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ সাজ্জাদ হাবিব।
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করার পর অনুষ্ঠিত মূল পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যামডানের বার কাউন্সিরের মেয়র হেদ্যার জনসন, ইজলিংটনের মেয়ার জিলানী চৌধুরী, বাঙাঁলী জাতীর জনক বঙ্গবন্ধুর নাতনি কাউন্সিলর টিউলিপ সিদ্দীক, সাবেক মেয়র কাউন্সিলর নাসির আলী, সমতা আলী, কাউন্সিলর আব্দুল হাই, কাউন্সিলর রাহেলা বক্স, নিউহামের কাউন্সিলর রহিমা আক্তার, বৃটেনে বাংলাদেশের দূতাবাসের কাউন্সিলর এস এম মাহবুব আলম, ইউকের বাংলাদেশ ক্যাটারাম এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. পাশা খন্দকার, সাবেক মেয়ার আব্দুল কাদির, বৃটেনের চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, সুরমা সেন্টারের প্রেসিডেন্ট মো. ছালিকুর রহমান, লন্ডন-বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সমিতির রহমান চৌধুরী, লন্ডন কানাডা ওয়ার্ফের হেড অব প্রোডাকশন জাকির খাঁন, মসজিদ কমিটির চেয়ারম্যান, আলহাজ্ব আব্দুল গফুর, দৈনিক মৌলভীবাজার ডট কম-এর সম্পাদক, ডেইলি সিলেট ডট কম-এর সম্পাদক মন্ডলীর সভাপরি মনসুর আহমদ মকিস, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহসান, সাবেক সভাপতি মুজিবুর রহমান, যুব সংগঠক শাহ মো. শাফি কাদির, মঈন চৌধুরী লিপু, আনফর আলী প্রমুখ।
সকল অনুষ্ঠানে সার্বিক ব্যাবস্থাপনায় অক্লান্ত পরিশ্রম করেছেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ সাজ্জাত হাবিব, চেয়ারম্যান মামুন আলম, ভাই চেয়ারম্যান গৌস খাঁন, সেক্রেটারী রুকসানা হাবিব মিলি।
অর্গানাইজার বাবুল মিয়া, খালেদ হোসেন, আজাদ আলী, আব্দুল কাইয়ুম, সানজব আলী, সৈয়দ মামুন হাবিব, কিবরিয়া খাঁন, আহমেদ ফয়সল, ওয়াহিদ চৌধুরী, জাদেদ আহমদ, জুনেদ কুরেসী, আসাদ আলম, ফয়জুল হক, ফরিদ মিয়া, রবিন খাঁন, আনিস মির্জা প্রমুখ।
সকল বক্তারা ট্রাস্টের অতীত কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন এবং আগামী কর্মকান্ডে সফলতা কামনা করে তাদের স্ব স্ব অবস্থান থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। ইভেন্টের মাধ্যমে পচিশ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়েছে বলে ট্রাস্টের চেয়ারম্যান জানিয়েছেন।